• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

স্বপ্নছোঁয়া ডেভলপমেন্ট কো-অপারেটিভ সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও আনন্দভ্রমণ

প্রকাশ:  ০৪ মার্চ ২০১৯, ০৯:২৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

স্বপ্নছোঁয়া ডেভলপমেন্ট কো-অপারেটিভ সোসাইটি লিঃ-এর প্রথম বার্ষিক সাধারণ সভা ও আনন্দভ্রমণ সফলভাবে সম্পন্ন হয়েছে। চাঁদপুরস্থ রাজরাজেশ্বর চরে গত ১ মার্চ শুক্রবার সমিতির এ বার্ষিক সাধারণ সভা ও আনন্দভ্রমণ অনুষ্ঠিত হয়।
    সংগঠনের সভাপতি খেরুদিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মেজবাহ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও মেটলাইফ আলিকো ম্যানেজার মাকসুদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার সচিব ও সংগঠনের সদস্য আবুল কালাম ভূঁইয়া, ডাঃ জালাল উদ্দিন রুমি, প্রাইম ব্যাংক হাজীগঞ্জ শাখার ম্যানেজার তাজুল ইসলাম প্রমুখ। এছাড়া সমিতির সদস্যগণ ও তাদের পরিবারবর্গের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
    সভা শেষে দুপুরের খাবার পরিবেশন করা হয়। বিকেলে মহিলা ও শিশুদের নিয়ে ৩টি ইভেন্টে অনুষ্ঠিত হয় খেলাধুলা। পরে খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সময় সকল শিশুকেও সান্ত¡না পুরস্কার দেয়া হয়। পরে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক  অনুষ্ঠান অনু্ষ্িঠত হয়।
    স্বপ্নদেখা একঝাঁক তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আকাক্সক্ষার প্রতিফলন স্বপ্নছোঁয়া। নিজস্ব পেশার বাইরে বিকল্প আয়ের উৎস তৈরির পাশাপাশি কিছু স্বপ্ন পূরণের আকাঙ্খা থেকেই স্বপ্নছোঁয়ার প্রতিষ্ঠা। স্বপ্নছোঁয়া একটি শতভাগ সুদমুক্ত ও অরাজনৈতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। সঠিক বিনিয়োগ পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে সংগৃহীত তহবিল লাভজনক খাতে বিনিয়োগের মাধ্যমে বিকল্প আয়ের উৎস তৈরিই স্বপ্নছোঁয়ার মূল উদ্দেশ্য।