নতুনবাজার-পুরাণবাজার সেতুর অ্যাপ্রোচ সড়কের ধসে পড়ার অংশ দ্রুত মেরামতের নির্দেশ শিক্ষামন্ত্রীর


চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর উপর নির্মিত নতুনবাজার-পুরাণবাজার সেতুর অ্যাপ্রোচ সড়কের ধসে পড়ার স্থান পরিদর্শন করে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি গতকাল শুক্রবার একদিনের সফরে চাঁদপুর আসলে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করার সময় চাঁদপুর কণ্ঠে প্রকাশিত উক্ত সেতুর অ্যাপ্রোচ সড়কের অংশ বিশেষ ধসে পড়ার সচিত্র সংবাদটি মন্ত্রীর দৃষ্টিগোচর হয়। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত স্থানটি মেরামতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেন।
এ সভার পর তিনি বেলা ১২টার সময় বেগম ইন্ডস্ট্রিজের স্বত্বাধিকারী মরহুমা আমেনা বেগমের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে পুরাণবাজর যাওয়ার সময় গাড়ি বহর থামিয়ে সেতুর অ্যাপ্রোচ সড়কের ধসে পড়ার স্থানটি পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যার সময় নি¤œচাপের প্রভাবে চাঁদপুরে ব্যাপক ভারী বর্ষণ হয়। তখন প্রবল পানির চাপে ব্রীজের পুরাণবাজার অংশে অ্যাপ্রোচ সড়কের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে করে পুরো রাস্তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।