• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মডেল থানায় পুলিশের জরুরি মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)

অপরাধী যতই শক্তিশালী হোক না কেন তার চেয়ে বেশি শক্তিশালী পুলিশ বাহিনী

প্রকাশ:  ০২ মার্চ ২০১৯, ০৮:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মডেল থানা পুলিশের একটি জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে শুক্রবার রাত সাড়ে ৮টায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী। তিনি বলেন, চাঁদপুরে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশের দায়িত্ব অপরিসীম। সৎ ও নিষ্ঠার সাথে পুলিশ তাদের দায়িত্ব পালন করতে হবে। মাদক ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে। কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন তার চেয়েও বেশি শক্তিশালী আমাদের পুলিশ বাহিনী। উপজেলা নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাবে।
    মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসিম উদ্দিন। উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) হারুন-অর-রশিদ, ইন্সপেক্টর মনির আহমেদ, পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লা শহীদসহ চাঁদপুর মডেল থানার সকল পুলিশ উপ-পরিদর্শক ও এএসআইসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।