আমেনা বেগমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী


চাঁদপুরের প্রসিদ্ধ ব্যবসা প্রতিষ্ঠান বেগম ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারীর স্ত্রী আমেনা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এ উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানেও তিনি অংশগ্রহণ করেন। গতকাল ১ মার্চ শুক্রবার চাঁদপুর শহরের পুরাণবাজারস্থ বেগম ইন্ডাস্ট্রিজের মালিকের বাসভবনে পারিবারিকভাবে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি মরহুমা আমেনা বেগমের কবর জিয়ারত করেন এবং মরহুমার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর ডাঃ দীপু মনি তাঁর নিকট আত্মীয় এই মুরুব্বীর কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে এসেছিলেন।
উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রীর সফরসঙ্গী সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার, চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, ব্যবসায়ী নেতা মোস্তাক হায়দার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর যুবলীগের আহ্বায়ক আঃ মালেক শেখ, বেগম ইন্ডাস্ট্রির মরহুমা আমেনা বেগমের পুত্র রফিকুল আলম, হাবিবুর রহমান, মোস্তফা কামাল, হাজী ইকবাল, বড় মেয়ের ঘরের নাতি পারভীন পাটওয়ারী মনি, নাতিন জামাতা কবির পাটওয়ারীসহ অন্যান্য আত্মীয়-স্বজন। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির আগমন উপলক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।
ডাঃ দীপু মনি পুরাণবাজার যাওয়ার সময় তিনি তাঁর গাড়ি বহর থামিয়ে নতুনবাজার-পুরাণবাজার সংযোগ সেতুর অ্যাপ্রোচ সড়কের ধসে পরা স্থান পরিদর্শন করে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেন। পরে তিনি শহরের বাবুরহাটস্থ এলাকায় গিয়ে তাঁর অধীনস্থ কর্মকর্তা মাইনুদ্দিনের বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে চলে যান।