• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময়

বহু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সাথে সেবা প্রদান করে যাচ্ছি : তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আনোয়ারুল আজিম

প্রকাশ:  ০১ মার্চ ২০১৯, ০২:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘স্বাস্থ্যখাতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা’ এই শ্লোগান নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ২৭ ফেব্রুয়ারি ২০১৯ সনাকের এক মতবিনিময় সভা দুপুর ১টায় তত্ত্বাবধায়কের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সনাকের সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক।  মতিবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আনোয়ারুল আজিম।  
প্রধান অতিথির বক্তব্যে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, আমরা হাসপাতালের সেবার মান বৃদ্ধির জন্য বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মাঝে মধ্যে মিলিত হই। হাসপাতালের বহু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার মধ্যে থেকেও আমরা অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সেবা প্রদান করে যাচ্ছি। তিনি আরও বলেন, হাসপাতালটি ২৫০ শয্যা বিশিষ্ট হলেও প্রতিদিন গড়ে ৩৫০জন রোগী ভর্তি থাকে। আমার সহকর্মীরাও সেবা প্রদানে খুবই আন্তরিক। তিনি বলেন, সনাক-টিআইবি যেভাবে মাঝে মধ্যে হাসপাতালে এসে সেবার মানোন্নয়নে কর্তৃপক্ষের সাথে সভা করে বিভিন্ন সমস্যা ও পরামর্শ দিয়ে থাকেন এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সকলের সমন্বিত প্রচেষ্টায় হাসপাতালের সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদান করে থাকি। সনাক-টিআইবিকে এ ধরণের সভা আরো বেশি পরিমাণে করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, আমাদের জনবলের সংকট রয়েছে। হাসপাতালে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য পৌরসভার মেয়র মহোদয় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বস্থ বরেছেন।
টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ডাঃ পীযূষ কান্তি বড়–য়া। তিনি একই সাথে বিগত সভাসমূহে গৃহীত সিদ্ধান্তসমূহ সভায় উপস্থাপন করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক চাঁদপুর-এর সাবেক সভাপতি কাজী শাহাদাত। বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা। মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন নবী মাসুম, এনেসথেসিয়া কনসালটেন্ট ডাঃ আবু সাদাত মোহাম্মদ সায়েম, মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহবুবুল আলম, আবাসিক ফিজিশিয়ান ডাঃ মোঃ নোমান হোসেন, সনাক সদস্য মোঃ আব্দুস সামাদ দেওয়ান প্রমুখ। উপস্থিত ছিলেন নার্সিং সুপারভাইজার ও সেবিকাবৃন্দ, প্রধান সহকারী মোঃ সফিউল আলমসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ ও টিআইবি কর্মীবৃন্দ। এছাড়াও সকাল ১০টা থেকে হাসপাতাল চত্বরে ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ পরিচালিত ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্কের মাধ্যমে সেবা প্রত্যাশীদের মাঝে তথ্য সেবা প্রদান করা হয়।

 

সর্বাধিক পঠিত