মায়ের পর মেঘনা নদীতে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার


মুন্সীগঞ্জ সদরের কালিরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে বুধবার বিকেলে নিখোঁজ তিন মাসের সন্তান মোহাম্মদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার বিকেলে মেঘনা নদী থেকে মা কহিনুর রহমান ইভার মরদেহ উদ্ধার করা হয়। বুধবার বিকেলে চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ি পুলিশ ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।
উক্ত নৌ-ফাঁড়ির ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া মিডিয়া কর্মীদের জানান, সোমবার বিকেলে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা এমভি ইমাম হাসান-২ নামের লঞ্চটি চাঁদপুর যাচ্ছিলো। পথিমধ্যে ষাটনল এলাকার মেঘনা নদীতে পৌঁছলে তিন মাসের সন্তান মোহাম্মদ মায়ের কোল থেকে নদীতে পড়ে গেলে সন্তানকে বাঁচাতে মা ইভা নদীতে ঝাঁপ দেন। এ ঘটনায় মা ও সন্তান দুজনই মেঘনা নদীতে নিখোঁজ হয়। পরে মঙ্গলবার বিকেলে নদী থেকে ভাসমান অবস্থায় মা কহিনুর রহমান ইভা ও বুধবার বিকেলে শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। শিশু সন্তানের মরদেহটি তার নানা নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে।