• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি কাল চাঁদপুর আসছেন

প্রকাশ:  ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

একদিনের সংক্ষিপ্ত সফরে চাঁদপুর আসছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি আগামীকাল ১ মার্চ শুক্রবার ঢাকা থেকে নৌ-পথে চাঁদপুর আসবেন। উক্ত সফরে তিনি গার্ড অব অনার গ্রহণ করবেন। এছাড়াও একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শিক্ষামন্ত্রী কাল শুক্রবার সকাল ৮টায় নৌ-পথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। চাঁদপুর পৌঁছে প্রথমেই সকাল পৌনে ১০টায় চাঁদপুর সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তারপর সকাল ১১টায় পুরাণবাজারে বেগম ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারীর স্ত্রী আমেনা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ানুষ্ঠানে যোগদান এবং বেলা ১২টায় তাঁর অধীনস্থ কর্মকর্তা মাইনুদ্দিনের বিয়ের অনুষ্ঠানে যোগদান করবেন। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি দুপুর ২টায় নৌ-পথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।