চাঁদপুরের ৭ উপজেলায় চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান পদে ৮১ জনের মনোনয়নপত্র দাখিল


চাঁদপুরের ৭ উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ৮১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৬, ভাইস চেয়ারম্যান পদে ৩৭ ও নারী ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ২৭ জন। মতলব দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে ১ জন মনোনয়নপত্র দাখিল করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। এ সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন। এছাড়া মতলব উত্তর ও হাজীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন করে প্রার্থী রয়েছেন। আগামীকাল ২৮ ফেব্রুয়ারি রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ মার্চ। আর ভোটগ্রহণ হবে ২৪ মার্চ।
রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওচমান এবং জেলা নির্বাচন অফিসার মোঃ হেলাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন। গতকাল মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষদিনসহ পূর্বের দিন এসব প্রার্থী রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা নির্বাচন অফিসারের নিকট এবং সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পৃথকভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন।
তৃতীয় দফায় চাঁদপুর জেলার যে সাতটি উপজেলার ভোটগ্রহণ আগামী ২৪ মার্চ হবে সে উপজেলাগুলো হচ্ছে চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া। হাইমচর উপজেলা নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি।
দুই রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন : চেয়ারম্যান পদে মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান (আওয়ামী লীগ মনোনীত), মিজানুর রহমান কালু ভূঁইয়া (আওয়ামী লীগ বিদ্রোহী), কাজী মোঃ ইব্রাহিম জুয়েল (স্বতন্ত্র ও বিএনপি) এবং অ্যাডঃ মহসিন খান (জাতীয় পার্টি)। ভাইস চেয়ারম্যান পদে মোঃ আইয়ুব আলী বেপারী (আওয়ামী লীগ), মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া (আওয়ামী লীগ), মোঃ হারুন অর রশিদ হাওলাদার (যুবলীগ) ও নূরুল ইসলাম (জাকের পার্টি)। নারী ভাইস চেয়ারম্যান পদে আবিদা সুলতানা, শিপ্রা দাস ও আয়েশা রহমান। এরা তিনজনই আওয়ামী লীগের।
ফরিদগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন হচ্ছেন: অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান (আওয়ামী লীগ মনোনীত), আবু সাহেদ সরকার (আওয়ামী লীগ বিদ্রোহী), তোফায়েল আহম্মেদ ভূঁইয়া (সাবেক ছাত্রলীগ নেতা), হাজী সফিকুর রহমান (যুবলীগ নেতা) এবং আঃ গণি (স্বতন্ত্র)।
ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন : বর্তমান ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, জিএস তছলিম আহমেদ, আবু সুফিয়ান, জাকির হোসেন, হাজী নাছির উদ্দিন, এমরান হোসেন মিলন ভূঁইয়া, কামরুজ্জামান সবুজ, পাবেল হোসেন পাটওয়ারী ও এনামুল হক খোকন পাটওয়ারী ।
নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন হচ্ছেন সেলিনা আক্তার, মাজেদা বেগম, হালিমা বেগম, রিনা নাসরিন ও রেবেকা সুলতানা।
মতলব দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে ১ জন হলেন এএইচএম গিয়াসউদ্দিন (আওয়ামী লীগ মনোনীত)।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৬ জন হলেন : এমএ আজিজ বাবুল, ফারুক পাটওয়ারী, মোস্তফা কামাল রনি সরকার, মবিন সুজন, বাদল ফরাজী ও মেহেদী হাসান রকি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন হলেন : ফেরদৌসি বেগম রুনু, ফাতেমা আক্তার ও হামিদা জিন্নাত।
মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন হলেন এমএ কুদ্দুছ (আওয়ামী লীগ মনোনীত) ও সোহরাব মিয়াজী (জাতীয় পার্টি)।
ভাইস চেয়ারম্যান পদে ৫ জন হলেন : সরকার মোঃ আলাউদ্দিন, অ্যাডঃ সেলিম মিয়া, ইঞ্জিঃ জামাল হোসেন নাহিদ, গিয়াস উদ্দিন চৌধুরী ও মোতাহার হোসেন খান সুফল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন হলেন : বর্তমান ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার, পারভীন শরীফ, পারভীন কবির, শাহিনা আক্তার ও তাহমিনা কবির।
হাজীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গাজী মাইনুদ্দিন ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী আমজাদ হোসেন মনোনয়নপত্র দাখিল করেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মজিবুর রহমান, মোঃ ফখরুজ্জামান ও জাহাঙ্গীর আলম ফরাজী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বতর্মান মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন ইসলাম, শিউলি আক্তার, মুক্তা আক্তার, মির্জা শিউলি পারভিন ও খাদিজা বকাউল।
কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান শাহজাহান শিশির (আওয়ামী লীগ মনোনীত), আইয়ুব আলী পাটওয়ারী, সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সৈয়দ আব্দুল জব্বার বাহার, হুমায়ুন কবির, আলহাজ্ব ফয়েজ আহম্মেদ স্বপন ও জিয়াউর রহমান হাতেম। ভাইস চেয়ারম্যান পদে শাহজালাল প্রধান জালাল, মাহবুব আলম ও শাহপরাণ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, সুলতানা খানম, আমেনা আক্তার ও শ্যামলী বেগম।
শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফরিদ উল্লাহ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিঃ মুকবুল হোসাইন, খিজির হায়দার, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী মোঃ ইমদাদুল হক পাটওয়ারী ও শ্রমিক নেতা বাবুল মিজি।
ভাইস চেয়ারম্যান পদে তাঁতীলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম মোল্লা, আওয়ামী লীগ নেতা মোঃ সেলিম খান, ইব্রাহিম খলিল, আওয়ামী লীগ নেতা মোঃ ওমর ফারুক, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক তোফায়েল আহম্মেদ ইরান এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নাহার, মোহছেনা আক্তার, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও রুজি আক্তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।