ডাঃ এম. এ. গফুরের স্ত্রীবিয়োগ ॥ আজ বাদ জোহর পৌর ঈদগাহে জানাজা


চাঁদপুরের প্রথিতযশা চিকিৎসক, কিংবদন্তীতুল্য সমাজসেবক, চাঁদপুর ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ¦ ডাঃ এমএ গফুরের সহধর্মিণী প্রফেসর মাহমুদা খাতুন (৮১) বার্ধক্যজনিত কারণে ঢাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে--------রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও ১ কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর চাঁদপুর পৌর ঈদগাহে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে বাসস্ট্যান্ডস্থ পৌর গোরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, প্রফেসর মাহমুদা খাতুন চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের জমিদাতা, দাতা সদস্য ও আজীবন সদস্য ছিলেন। তিনি চাঁদপুর জেলার মতলব উপজেলার আশ্বিনপুর গ্রামে ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মরুহুম শাহেদ আলী পাটওয়ারী (সাবেক স্পীকার)। তিনি ১৯৬৪ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত চাঁদপুর সরকারি কলেজে এবং ১৯৬৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেন। এরপর তিনি স্বেচ্ছায় অবসরগ্রহণ করেন। তিনি ১ কন্যা ও ২ পুত্র সন্তানের জননী। কন্যা মিসেস মাহফুজা হক অর্থনীতিতে এম.এ. (ঢাকা বিশ্ববিদ্যালয়), জ্যেষ্ঠ পুত্র ডাঃ শাকিল গফুর, এম.বি.বি.এস, ডি.টি.সি.ডি, এম.ডি. (কার্ডিওলজি) রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যাপক পদে কর্মরত এবং কনিষ্ঠ পুত্র ড. শায়ের গফুর, বি.এস.সি. (আর্ক) ও পি.এইচ.ডি. (অক্সফোর্ড) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ স্থাপত্য বিভাগে প্রফেসর পদে কর্মরত। বর্ণিল কর্মজীবনে প্রফেসর মাহমুদা খাতুন ছিলেন একজন সৎ, মিতভাষী ও পরহেজগার নারী।
চাঁদপুর পোস্ট পরিবারের শোক
আলহাজ¦ ডাঃ এমএ গফুরের সহধর্মিণী প্রফেসর মাহমুদা খাতুনের মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁদপুর পরিবার।
চাঁদপুর রোটারী ক্লাবের শোক
চাঁদপুর রোটারী ক্লাবের চার্টার ভাইস প্রেসিডেন্ট রোটাঃ আলহাজ¦ ডাঃ এমএ গফুরের সহধর্মিণী রোটাঃ অ্যান প্রফেসর মাহমুদা খাতুনের মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চনসহ অন্য সদস্যবৃন্দ।
চাঁদপুর ডায়াবেটিক সমিতির শোক
আলহাজ¦ ডাঃ এমএ গফুরের সহধর্মিণী প্রফেসর মাহমুদা খাতুন (৮১)-এর মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিমসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।
জেলা আওয়ামী লীগের শোক
আলহাজ্ব ডাঃ এমএ গফুরের সহধর্মিণী প্রফেসর মাহমুদা খাতুন (৮১)-এর মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলালসহ অন্য সদস্যবৃন্দ।