শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির শোক


চাঁদপুরের প্রবীণ চিকিৎসক, নিভৃতচারী সমাজসেবক সর্বজন শ্রদ্ধেয় আলহাজ¦ ডাঃ এমএ গফুরের সহধর্মিণী প্রফেসর মাহমুদা খাতুন (৮১) বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার ঢাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র ও ১ কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, প্রফেসর মাহমুদা খাতুন ১৯৬৪ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত চাঁদপুর সরকারি কলেজে এবং ১৯৬৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ঢাকা বিশ^বিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেন। এরপর তিনি স্বেচ্ছায় অবসরগ্রহণ করেন।
এই মহীয়সী নারীর মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।