উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯
ফরিদগঞ্জে ১৯ জনের মনোনয়নপত্র দাখিল


ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিনে গতকাল মঙ্গলবার পর্যন্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) এই তিনটি পদে ১৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন।
চেয়ারম্যান পদে ৫ জন হচ্ছেন : গণপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাড. সিরাজুল ইসলামের কনিষ্ঠ পুত্র আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহম্মেদ ভূঁইয়া, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী সফিকুর রহমান এবং এনপিপির আঃ গণি।
ভাইস চেয়ারম্যান পদে ৯ জন হলেন : উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সাবেক জিএস তছলিম আহমেদ, প্রজন্মলীগের কেন্দ্রীয় নেতা আবু সুফিয়ান, সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, স-মিল মালিক সমিতি জেলা কমিটির সভাপতি হাজী নাছির উদ্দিন, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন মিলন ভূঁইয়া, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ, যুবলীগ নেতা পাবেল হোসেন পাটওয়ারী ও এনামুল হক খোকন পাটওয়ারী ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন হচ্ছেন সাবেক ছাত্রলীগ নেত্রী সেলিনা আক্তার, মাজেদা বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা বেগম, বর্তমান ভাইস চেয়ারম্যান রিনা নাসরিন এবং সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী রেবেকা সুলতানা।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দিতে আসলে সহকারী রিটার্নিং অফিসার তা গ্রহণ করেন নি।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম রোমানের মনোনয়ন জমাদানকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন স্থান থেকে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ লোক জড়ো হতে থাকে। দুপুর ১টার দিকে বৃষ্টি উপেক্ষা করে বিশাল গাড়ী বহরযোগে কয়েক হাজার নেতা-কর্মী চাঁদপুর থেকে আওয়ামী লীগ প্রার্থীকে নিয়ে উপজেলা পরিষদের সামনে আসেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা এতে যোগ দেন। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা আবুল আউয়াল, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন বাবুল পাটওয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন শেখকে সাথে নিয়ে জাহিদুল ইসলাম রোমান মনোনয়নপত্র জমা দেন।