উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯
হাজীগঞ্জে নৌকার প্রার্থীসহ ১১ জনের মনোনয়নপত্র জমা


মনোনয়নপত্র জমাদানের শেষদিনের শেষ সময় গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ২ জন চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান ও ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়াও রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জাহাঙ্গীর আলম ফরাজী নামে ১ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে হাজীগঞ্জ উপজেলায় ২ জন চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন : বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গাজী মাইনুদ্দিন ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী আমজাদ হোসেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন : উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মজিবুর রহমান, মোঃ ফখরুজ্জামান ও জাহাঙ্গীর আলম ফরাজী।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন : বতর্মান মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন ইসলাম, শিউলি আক্তার, মুক্তা আক্তার, মির্জা শিউলি পারভিন ও খাদিজা বকাউল। এদিকে বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ আব্দুর রশিদ মজুমদার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ হেলাল উদ্দিন মিয়াজী মনোনয়নপত্র সংগ্রহ করলেও তারা মনোনয়নপত্র জমা দেননি।
উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে আগামী বৃহস্পতিবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ৭ মার্চ বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, ৮ মার্চ শুক্রবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং আগামী ২৪ মার্চ রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।