• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯

হাজীগঞ্জে নৌকার প্রার্থীসহ ১১ জনের মনোনয়নপত্র জমা

প্রকাশ:  ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মনোনয়নপত্র জমাদানের শেষদিনের শেষ সময় গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ২ জন চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান ও ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়াও রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জাহাঙ্গীর আলম ফরাজী নামে ১ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
    সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে হাজীগঞ্জ উপজেলায় ২ জন চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন : বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গাজী মাইনুদ্দিন ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী আমজাদ হোসেন।
    ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন : উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মজিবুর রহমান, মোঃ ফখরুজ্জামান ও জাহাঙ্গীর আলম ফরাজী।
    মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন : বতর্মান মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন ইসলাম, শিউলি আক্তার, মুক্তা আক্তার, মির্জা শিউলি পারভিন ও খাদিজা বকাউল। এদিকে বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ আব্দুর রশিদ মজুমদার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ হেলাল উদ্দিন মিয়াজী মনোনয়নপত্র সংগ্রহ করলেও তারা মনোনয়নপত্র জমা দেননি।
    উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে আগামী বৃহস্পতিবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ৭ মার্চ বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, ৮ মার্চ শুক্রবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং আগামী ২৪ মার্চ রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।