মতলব দক্ষিণে ১০ জনের মনোনয়নপত্র দাখিল


মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা গতকাল ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল মনোনয়নপত্র জমাদানের শেষদিনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন চেয়ারম্যান পদে ১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে এমএ আজিজ বাবুল, ফারুক পাটওয়ারী, মোস্তফা কামাল রনি সরকার, মবিন সুজন, বাদল ফরাজী ও মেহেদী হাসান রকি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসি বেগম রুনু, ফাতেমা আক্তার ও হামিদা জিন্নাত মনোনয়নপত্র দাখিল করেছেন।