আইডিয়েল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ


চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ আইডিলে প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি সকালে বিদ্যালয়ের ৩য় তলায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসিফুল ইসলাম আসিফের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কুলছুমা আক্তার কুসুম ও তানভীর আহমেদ জুবায়েরের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। বক্তব্যে তিনি বলেন, যে কোনো স্কুল প্রতিষ্ঠিত হয় মেধা বিকাশের জন্য। আজকে আইডিয়েল প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হচ্ছে। এসব শিশু মায়ের কোল থেকে আপনাদের কাছে এসেছে। তাদেরকে মায়া মমতা দিয়ে শিক্ষা দিতে হবে। তার জন্য শিক্ষকদেরকে মমতাময়ী হওয়ার প্রশিক্ষণ নিতে হবে। বর্তমান সরকার শেখ হাসিনা আগামী ২০৩০ সালের মধ্যে এ দেশকে শতভাগ শিক্ষিত করার জন্যে কাজ করে যাচ্ছেন। যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত উন্নত। তৃণমূল থেকে সব শিশুকে বিদ্যালয়মুখী করতে হবে। আইডিয়েল প্রি-ক্যাডেট স্কুল চাঁদপুরে সদ্য প্রতিষ্ঠিত হয়েছে। তাই শিক্ষা অফিসারগণ এ বিদ্যালয়ের প্রতি সবসময় দৃষ্টি রাখবেন। যে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভালো থাকে সেই প্রতিষ্ঠান ভাল ফলাফল করে থাকে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, মানছুর আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মোরশেদ জুয়েল। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ জাকির হোসেন ও গীতা পাঠ করেন শিক্ষিকা ঝিনুক সাহা। অতিথিগণ পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।