• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

৫ম সদর উপজেলা কাব ক্যাম্পুরীর তাঁবু জলসা

কাব ক্যাম্পুরীর শৃঙ্খলা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান

প্রকাশ:  ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

৫ম চাঁদপুর সদর উপজেলা কাব ক্যাম্পুরীর তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আগুন জ¦ালিয়ে তাঁবু জলসা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, কাব ক্যাম্পুরীর শৃঙ্খলা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। প্রাথমিক বিদ্যালয় কাব দল আগামীতে হবে দেশ গড়ার কারিগর।
    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্কাউটস কমিশনার গোলাম সরোয়ার, সদর উপজেলা স্কাউটস কমিশনার আবুল বাসার, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, সহ-সভাপতি শাহজাহান সিদ্দিকী ও ইসমত আরা সাফি। অনুষ্ঠানের উড ব্যাজার ছিলেন মোঃ শাহাবুদ্দিন পাটোয়ারী। উপস্থিত ছিলেন ষোলঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ স্কাউটস উপজেলা সম্পাদক নঈম উদ্দিন খান।
    উল্লেখ্য, আজ সকাল ৯টায় কাব ক্যাম্পুরীতে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।