• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় সৈয়দা নূরুন্নাহার বেগম নিশু স্মৃতিঘর ট্রাস্টের বৃত্তি প্রদান

প্রকাশ:  ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়ার বুরগিতে প্রফেসর সৈয়দা নূরুন্নাহার বেগম নিশু স্মৃতিঘর ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে।
    ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হাই মুন্সীর সভাপ্রধানে ও ড. মনসুর উদ্দীন মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী সালমা ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, বুরগি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, পালগীরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, বুরগি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভীন ও সমাজসেবক আবুল বাশার। অনুষ্ঠানে এলাকার ৯২ জন গরিব ও মেধাবী ছাত্রদের মধ্যে সনদপত্রসহ বৃত্তি প্রদান করা হয়।
   

সর্বাধিক পঠিত