• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

প্রকাশ:  ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনির উজ্জামান। তিনি বলেন, শিশুদেরকে প্রকৃত শিক্ষা দিতে পারলে তারা আগামী দিনের জন্যে সম্পদ হয়ে উঠবে। শুধু লেখাপড়া নয়, নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা করাতে হবে। এতে তাদের প্রকৃত মেধা বিকাশে সহায়তা হবে। শিশুরা কাঁদা মাটির মতো, আমরা অভিভাবক ও শিক্ষকরা তাদের যেভাবে গড়বো, তারা সেভাবে গড়ে উঠবে। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি ভালোমানের বিদ্যালয়।
    বিদ্যালয়ের এসএমসির সভাপতি সাংবাদিক ফারুক আহমদের সভাপ্রধানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল মোতালেব, বিশিষ্ট শিক্ষাবিদ লায়ন মাহমুদুল হাসান খান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নূরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।
    আলোচনা শেষে বিদায়ী শিক্ষক বনশ্রী চক্রবর্তী ও হাফেজ আহাম্মদ গাজীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে মেধাবী শিক্ষকদের বিশেষ পুরস্কার ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার  তুলে দেন অতিথিবৃন্দ।