• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন

চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ ॥ চলবে আরো ক’দিন

প্রকাশ:  ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আসন্ন শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ২০ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত  চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। সেদিন বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চেয়ারম্যান পদে বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিঃ মোঃ মুকবুল হোসেন পাটওয়ারী (স্বতন্ত্র) ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ খিজির হায়দার, ভাইস চেয়াম্যান পদে বাংলাদেশ তাঁতীলীগ ঢাকা মহানগরীর উত্তরের সহ-সভাপতি আলহাজ¦ মোঃ সাইফুল ইসলাম মোল্লা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, আওয়ামী লীগ নেত্রী  কামরুন্নাহার ও মোহসেনা আক্তার (স্বতন্ত্র) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও  সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ওবায়েদুর রহমান জানান, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ২৬ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি মনোনয়ন যাচাই ও ৭ মার্চ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়।

সর্বাধিক পঠিত