চান্দ্রায় মদিনা মার্কেটে দু পক্ষের সংঘর্ষে আহত ৭
চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের মদিনা মার্কেটে দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে চান্দ্রাবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও তার দুই ছেলেসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন। ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন : চান্দ্রাবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ মিন্টু জমাদার (৫০), তার দুই ছেলে রাজু জমাদার (২৪), মুরাদ জমাদার (২০), স্থানীয় আবু হাওলাদার (৬০), মোহাম্মদ (২৫), আবু তাহের (৫০) ও ফারুক হাওলাদার (৫০)।
তারা প্রত্যেকে গুরুতর আহত হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুরাদ হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, মদিনা মার্কেট এলাকায় একটি নার্সারী স্কুল চালানোকে কেন্দ্র করে কাদর আলী ও স্থানীয় এলাকার হেলালের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন দুপুরে হেলাল কাদর আলীকে না পেয়ে তার ছেলে সাকিবকে মারধর করে। এ মারধরের ঘটনা একসময় অনেক বড় আকারে রূপ নেয়। শুরু হয় দুই পক্ষের মাঝে সংঘর্ষ। ওই সংঘর্ষকে থামাতে গিয়ে চান্দ্রাবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মিন্টু জমাদার ও তার দুই ছেলে আহত হন। মিন্টু জমাদার জানান, ঘটনার সময় তার সাথে ম্যানিব্যাগে থাকা নগদ কয়েক হাজার টাকা ও প্রযোাজনীয় কাগজপত্র দুর্বত্তরা নিয়ে যায়। আহতদের আড়াইশ’ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।