• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ইফার আলোচনা সভা মিলাদ মাহফিল

বাংলা ভাষার জন্যে আলেমরাও দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করেছেন : আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) জেলা কার্যালয়ের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইফার কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি তাঁর বক্তব্যে বলেন, পৃথিবীর সকল ভাষাই আল্লাহ তা’আলার বিশেষ দান ও অসাধারণ নেয়ামত। কুরআন মাজীদে আল্লাহ তা’আলা ইরশাদ করেন, আল্লাহ তা’আলা সৃষ্টি করেছেন মানুষ, তাদের শিখিয়েছেন ভাষা। পৃথিবীতে মানুষ যতো ভাষাতেই কথা বলে সবই আল্লাহর কুদরত।
    তিনি বলেন, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালে ভাষা আন্দোলন হয়েছিলো। সেদিন ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দাবিতে রাজপথে রক্ত ঝরেছিলো। এ আন্দোলনে সচেতন অন্য সকলের মতো আলেমরাও অংশগ্রহণ করে তারা দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করেছেন। আজ বিশ্বে বাংলা ভাষা শিখতে চর্চা করা হচ্ছে। এটা বাঙালি জাতির গৌরব।
    ইফার উপ-পরিচালক মুহাম্মদ আবদুস সামাদের সভাপ্রধানে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও আল-হেলাল জামে মসজিদের খতিব মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী। স্বাগত বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মোঃ আলী আজগর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইফার ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ শামসুদ্দীন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ আসাদুজ্জামান। নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন মাওঃ আব্দুল্লাহ। মিলাদ-কিয়াম পরিচালনা করেন মাওঃ মোঃ হাবিবুল্লাহ।
    ভাষা শহীদ ও পুরাণ ঢাকার চকবাজারে অগ্নিকা-ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইফার মাস্টারট্রেইনার মাওঃ মোঃ সোলায়মান।
    উপস্থিত ছিলেন ডাঃ সফিউল বারী মামুন, মুফতি মাহবুবুর রহমান, খোরশেদ আলমসহ বিভিন্ন মসজিদের ইমাম ও স্থানীয় মুসল্লিগণ। পরে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।
একুশে ইয়াং ফোরাম
    কচুয়া উপজেলার সামাজিক উন্নয়নমূলক সংগঠন একুশে ইয়াং ফোরাম যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। একুশের প্রথম প্রহরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনের সদস্যবৃন্দ। এ সময় সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।