৭ লেখককে নাগরিক বার্তার সম্মাননা


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনলাইন মিডিয়া ‘নাগরিক বার্তার’ পক্ষ থেকে লেখক সম্মাননা-২০১৯ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ পত্রিকার কার্যালয়ে লেখক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত লেখকদের উত্তরীয় পরিয়ে ফুলেল শুভেচ্ছায় তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন চাঁদপুর জেলার সিনিয়র সাংবাদিক বাংলাদেশ টেলিভিশন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন।
প্রতিষ্ঠানের এডিটর ইন চীফ মুহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন হাওলাদার। সংবর্ধিত লেখকরা হলেন ডাঃ পীযূষ কান্তি বড়–য়া, ড. মোহাম্মদ হাসান খান, কাদের পলাশ, মাইনুল ইসলাম মানিক, মোঃ খোরশেদ আলম বিপ্লব, রফিকুজ্জামান রণি ও আশিক বিন রহিম। অনুষ্ঠানে লেখকরা তাঁদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ জাহাঙ্গীর হোসেন, আনিসুর রহমান, নোমান খান, নাগরিক বার্তার সহ-সম্পাদক (সাহিত্য) কবির হোসেন মিজি, স্পোর্টস্ করসপন্ডেন্ট মোঃ মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা করসপন্ডেন্ট আরাফাত আল-আমিন, কবিসহ সাহিত্যকসহ সুধীজন।