বীর প্রতীক মমিন উল্লাহ্ পাটোয়ারী একাডেমির ভাষা শহীদদের স্মরণ


বীর প্রতীক মমিন উল্লাহ্ পাটোয়ারী একাডেমিতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবারে ভাষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে একাডেমি মিলনায়তনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় গণিত বিভাগের প্রভাষক খান এমএ জাহিদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ এমদাদুল হক।
একাডেমির শিক্ষকবৃন্দ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য বর্ণনা করে বক্তব্য রাখেন। বক্তারা মাতৃভাষা বাংলাকে বিকৃত না করে এর উপযুক্ত ব্যবহারের কথা বলেন এবং বাংলা ভাষা যাতে হারিয়ে না যায় সেজন্যেও সকলকে সঠিকভাবে ভাষা ব্যবহারের কথা বলেন। এ সময় একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন একাডেমির ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাওঃ আব্দুর রাউফ।