• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

জাফরাবাদ এমদাদিয়া মাদ্রাসার ইয়াসমিন-শেখ হারুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের পুরাণবাজারের ঐতিহ্যবাহী জাফরাবাদ জামিয়া আরাবিয়া এমদাদিয়া (দাওরায়ে হাদীস) মাদ্রাসার নতুন ৫ তলাবিশিষ্ট ‘ইয়াসমিন-শেখ হারুনুর রশীদ ছাত্রাবাস’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
    গত ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ জোহর মাদ্রাসা মাঠে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শেখ হারুনুর রশীদ। এ উপলক্ষে আয়োজিত দোয়ানুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি আহছান উল্লাহ আখন্দ ও প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান খান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুহতামিম ও শাইখুল হাদীস মাওঃ জাফর আহমাদ।
    উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন আখন্দ, সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাশেম গাজী, দিলদার হোসেন খান, ব্যবসায়ী হাবিবুর রহমান, আঃ রাজ্জাক, দুলাল মিয়া, রফিক মল্লিক, বাশার শেখ, নাছির শেখ, শেখ জাহিদ হাসান অনিক, নূর ইসলাম ফাহাদ, মোঃ নাঈম ইসলাম, নাছির আখন্দসহ মাদ্রাসা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
    অনুষ্ঠানে মেধা পুরস্কার প্রদান করা হয়। প্রধান মেহমান ও মাদ্রাসা সভাপতি নগদ অর্থসহ ছাত্রদের হাতে মেধা পুরস্কার তুলে দেন।
    উল্লেখ্য, ১০২ বছরের এ মাদ্রাসার ইতিহাসে এ প্রথম নিজ অর্থায়নে ৫ তলা ভবন ছাত্রাবাস নির্মাণ করে দিচ্ছেন বর্তমান সভাপতি শেখ হারুনুর রশীদ। তিনি এ মাটিরই সন্তান এবং বন্দর স্টীল ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিক্রমপুর রি-রোলিং মিলস্ লিঃ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি তাঁর ও স্ত্রীর নামে ঐতিহ্যবাহী এ মাদ্রাসার ছাত্রাবাসটি নির্মাণ করে দিচ্ছেন।

 

সর্বাধিক পঠিত