• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

সিরাজ উদ্দিন আহমেদ বাকিলা উবি’র সভাপতি নির্বাচিত

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের (ম্যানেজিং কমিটি) সভাপতি নির্বাচিত হয়েছেন। গত বুধবার বিকেলে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন অনুষ্ঠানে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এবং উপস্থিত পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য এবং শিক্ষক প্রতিনিধিদের সম্মতিক্রমে সভাপতি হিসেবে ফের নির্বাচিত হন সিরাজ উদ্দিন আহমেদ।
    নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বিদ্যালয়ে দাতা সদস্য, সকল অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিগণের উপস্থিতিতে সভাপতির নাম প্রস্তাবে আহ্বান করা হয়। অভিভাবক সদস্য মোঃ রবিউল আলম অরুণ সভাপতি হিসেবে সিরাজ উদ্দিন আহমেদের নাম প্রস্তাব করেন। এতে অভিভাবক সদস্য বেলায়েত হোসেন দুলাল সমর্থন করেন। এরপর একে একে অন্য সকল অভিভাবক সদস্য, সংরক্ষিত নারী সদস্য ও শিক্ষক প্রতিনিধিগণ এতে একমত পোষণ করেন। এরপরেই সভাপতি নির্বাচন নিয়ে রেজুলেশন তৈরী ও স্বাক্ষর করেন মাধ্যমিক কর্মকর্তা।
    এক প্রতিক্রিয়ায় বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি সিরাজ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে এবং বিদ্যালয়ে সুশৃঙ্খল পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে তিনি কাজ করবেন। এজন্যে তিনি বিদ্যালয় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সার্বিক সহযোগিতা কামনা করেন।
    উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক বিল্লাল হোসেন মজুমদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক অমর কৃষ্ণ শীল, পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি নূরুল আমিন, সুমন চন্দ্র সাহা ও দীপ্তি রাণী, অভিভাবক সদস্য মোঃ হোসেন মোল্লা লিটন, বেলায়েত হোসেন দুলাল, রবিউল আলম অরুণ, শ্যামল কান্তি দাস ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য তাহেরা বেগম।
    এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, রফিক উল্যাহ খান কাজল, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, ইউনিয়ন যুবলীগ নেতা নজরুল ইসলাম, মাঈনুদ্দিন মিয়াজী, নাজমুল আহসান নয়ন, রাকিবুল ইসলাম রাকিব, ইব্রাহিম খান রনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষকগণ।

 

 

সর্বাধিক পঠিত