• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

প্রকাশ্যে টেন্ডার প্রক্রিয়ায় মেয়র আ.স.ম. মাহবুব উল আলম লিপন

হাজীগঞ্জ পৌরসভা বিনা টেন্ডারে কোনো কাজ করে না

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জ পৌরসভা বিনা টেন্ডারে কোনো কাজ করে না। কিছু কাজ বিনা টেন্ডারে করার ক্ষমতা মন্ত্রণালয় মেয়রগণকে দিয়েছেন। এটা বিশেষ কাজ আর ক্ষুদ্র বরাদ্দের কাজ। যারা আমার কাছ থেকে অবৈধ সুবিধা আদায় করতে চায় তাদেরকে প্রত্যাখ্যান করে আজকের এই উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলো। সমালোচকরা সুবিধা নিতে না পারায় সমালোচনা করছেন। ভালো কাজ করলে সমালোচনা থাকবেই। গত ১৮ ফেব্রুয়ারি সোমবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভা মিলনায়তনে ২০১৮-১৯ অর্থ বছরের উন্নয়ন এবং রাজস্ব তহবিলের আওতায় ২৩টি প্রকল্পের টেন্ডারের প্রকাশ্যে অনুষ্ঠিত লটারি পর্বে এসব কথা বলেন পৌর মেয়র আ.স.ম. মাহবুব উল আলম লিপন।
    মেয়র লিপন আরো বলেন, হাজীগঞ্জ পৌরসভা থেকে উন্নয়ন ও রাজস্ব তহবিলের ২ কোটি টাকা ব্যয়ে ২৩টি প্যাকেজের মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়েছে। ইতঃমধ্যে ৮ কোটি টাকা ব্যয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের কাজ শেষ পর্যায়ে ও ২১ কিলোমিটার নতুন পাইপ লাইন নতুন স্থাপন হয়েছে, ৭২ লাখ টাকা ব্যয়ে উন্নয়ন তহবিলের মাধ্যমে ১৪টি প্যাকেজের বাস্তবায়ন, ২ কোটি টাকা ব্যয়ে জলবায়ু পরিবর্তন প্রকল্পের আওতায় ৩টি প্যাকেজের আওতায় ড্রেন নির্মাণ, ৪ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৫টি প্যাকেজের মাধ্যমে আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ করা হয়েছে।
    পৌর সচিব নূর আজম মোহাম্মদ শরীফের সার্বিক ব্যবস্থপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি, শুকু মিয়াসহ অন্য সকল কাউন্সিলর, টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণকারী অধিকাংশ ঠিকাদার, গণমাধ্যম কর্মীগণসহ সুধী সমাজ।