• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে মাদক বাল্যবিবাহ যৌতুক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

তথ্য দাতার নাম গোপন রাখার নিশ্চয়তা দিচ্ছি : অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গত সোমবার হাজীগঞ্জ ডিগ্রি কলেজে মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজ হলরুমে কয়েকশ’ শিক্ষার্থীর অংশগ্রহণে ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে ও হাজীগঞ্জ থানা পুলিশের সহায়তায় এই সমাবেশের আয়োজন করা হয়।
    কলেজ অধ্যক্ষ মোঃ মাসুদ আহমেদের সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি। এ সময় তিনি বলেন, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, ইভিটিজিংসহ যে কোনো অপরাধ রোধে আমাদেরকে গোপনে তথ্য দিতে হবে। আমরা তথ্য দাতার নাম গোপন রাখবো এমনটা নিশ্চয়তা দিচ্ছি।  আমরা পুলিশ কেন মাদকের পেছনে ছুটবো। তুমি ঠিক হও, তোমার ঘর ঠিক কর, তোমার সমাজকে ঠিক করো, দেখবে পুলিশকে মাদকের পেছনে ছুটতে হবে না। মাদকসেবী, মাদক ব্যবসায়ী, মাদক ব্যবসায়ীর পরিবারের সাথে আত্মীয়তা না করা, মাদকসেবী কিংবা ব্যবসায়ীর সাথে বন্ধুত্ব না করা, মাদক ব্যবসায়ী পরিবারকে সামাজিকভাবে আমরা বয়কট করবো। তবেই ওরা সবাই ভালো যাবে।
    একটু ভিন্ন বিষয়ে বক্তব্য দিতে গিয়ে আলমগীর হোসেন রনি বলেন, সামাজিক অবক্ষয় রোধ আর সামাজিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ দিনরাত কাজ করে, অথচ পুলিশকে কেউ ধন্যবাদ দেয় না। সবচে’ বড় কথা হলো, তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো আর দেশ ভালো থাকবে। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক ও জঙ্গিবাদ থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং পরিবারের অন্যদেরকে সচেতন করতে হবে। উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে মাদক ও ফৌজদারী অপরাধ থেকে নিজেকে হেফাজত করতে হবে। মাদকসহ যে কোনো অপরাধমূলক কার্যক্রম সংঘটিত হলে নিকটস্থ থানায় তথা আমাদেরকে তথ্য দিতে হবে।
    কলেজ অধ্যাপক মোঃ মাকছুদুর রহমান ও সিনিয়র প্রভাষক তৌহিদা আক্তারের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রোটাঃ আলী আশ্রাফ দুলাল, ওসি (তদন্ত) আঃ রশিদ, কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য মোঃ শাহ্ জামাল, সহকারী অধ্যাপক স্বপন কুমার পাল ও মোঃ সেলিম, থানা উপ-পরিদর্শক (এসআই) মোঃ জাফর আহম্মেদ।
    সমাবেশের পর পর কলেজে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সাপ্তাহিক প্রোগ্রামে দিক-নির্দেশনামূলক তথ্য উপস্থাপন ও উৎসাহমূলক বক্তব্য রাখেন থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মইনুল হোসেন ও মোঃ রবিউল আলম। এ সময় কলেজে সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত