চাঁদপুরে ওয়েস্টার্ন কিচেন চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধন


চাঁদপুর শহরের প্রেসক্লাব সড়কে (সাবেক ধানসিঁড়ি) নতুন আঙ্গিকে মনোরম পরিবেশে ওয়েস্টার্ন কিচেন চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৮ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন বিল্লাল গাজী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার হাওলাদার, হানারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শাহাদাত হাওলাদার, ওয়েস্টার্ন কিচেন চাইনিজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোঃ আমিনুর রহমান মাসুদ।
মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বকাউল বাড়ি রোডস্থ বায়তুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলী।