• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ঢাকাস্থ হাইমচর জনকল্যাণ সমিতি এবং দুটি রোটারী ক্লাবের উদ্যোগ

হাইমচরে নৌ-বিহার ও মেডিকেল ক্যাম্প

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঢাকাস্থ হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি এবং রোটারী ক্লাব অব মুক্ত স্বদেশের উদ্যোগে ও চাঁদপুর রোটারী ক্লাবের সহযোগিতায় নৌ-বিহার, ফ্রি মেডিকেল, ব্লাড গ্রুপিং ও ফিজিওথেরাপী ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ ফেব্রুয়ারি হাইমচর সরকারি কলেজে উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোঃ শাহাদাৎ হোসেন। সমিতির সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল শামীমের পরিচালনায়  সমিতির সভাপতি ও মেজর জেনারেল জীবন কানাই দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সচিব ড. মোঃ শাহাদাৎ হোসেন, সমিতির সহ-সভাপতি এজেডএম আজিজুর রহমান, সিভিল সার্জন চাঁদপুর (ভারপ্রাপ্ত) ডাঃ একেএম মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূর হোসেন পাটওয়ারী, হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ বেলায়েত হোসেনসহ সমিতির নেতৃবৃন্দ। ক্যাম্পে ৩৫জন চিকিৎসক প্রায় ১০০০ অসহায় রোগীকে চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে ওষুধ বিতরণ, ব্লাড গ্রুপিং ও অভিজ্ঞ ডাক্তার কর্তৃক ফিজিওথেরাপী প্রদান করেন। পরে মধ্যচরে ঢাকাস্থ হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি নৌ-বিহারে যান।