রোটারী পিকনিক ‘মেঘনা বিলাস’
চাঁদপুর ও চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের যৌথ সভা


চাঁদপুরে রোটারী জেলা পিকনিক ‘মেঘনা বিলাস’ আয়োজন উপলক্ষে চাঁদপুর ও চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ নূরুল আমিন খান আকাশের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পিকনিক আয়োজনের নানা দিক তুলে ধরা হয়। দুই ক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও রোটারী পিকনিক আয়োজনে প্রত্যেকের কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করে সিদ্ধান্ত নিতে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু ও চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ। ‘মেঘনা বিলাস’-২০১৯-এর চীফ কো-অর্ডিনেটর পিপি রোটাঃ কাজী শাহাদাত, চেয়ারম্যান পিপি রোটাঃ শেখ মনির হোসেন বাবুল ও সদস্য সচিব রোটাঃ অধ্যাপক জাকির হোসেন আজাদ পিকনিক আয়োজনের নানা দিক তুলে ধরেন।
আরো বক্তব্য রাখেন রোটাঃ পিপি তমাল কুমার ঘোষ, রোটাঃ পিপি আলহাজ¦ আবুল কাশেম গাজী, রোটাঃ পিপি প্রফেসর গোলাম মোস্তফা, রোটাঃ পিপি ডাঃ বিশ্বনাথ পোদ্দার, রোটাঃ পিপি জামাল হোসেন, রোটাঃ পিপি শবেবরাত সরকার, রোটাঃ পিপি শরীফ আশ্রাফুল হক, রোটাঃ পিপি ইঞ্জিঃ আলমগীর হোসেন পাটওয়ারী, রোটাঃ পিপি মোস্তাক আহমেদ খান, রোটাঃ পিপি মফিজ সরকার, রোটাঃ আইপিপি মানিক জমাদার, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ শেখ মঞ্জুরুল কাদের সোহেল, রোটাঃ ডাঃ মাসুদ হাসান, চাঁদপুর রোটারী ক্লাবের সহ-সভাপতি রোটাঃ শাহেদুল হক মোর্শেদ, সেক্রেটারী রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, ডিরেক্টর রোটাঃ উজ্জ্বল হোসেন, রোটাঃ মাহবুবুর রহমান সুমন, রোটাঃ রফিকুল ইসলাম, রোটাঃ শাহানা বেগম, রোটাঃ অধ্যাপক মফিজুর রহমান রতন, রোটাঃ অ্যাডঃ ইয়াসিন ইকরাম, রোটাঃ অ্যাডঃ শাহাদাত হোসেন, রোটাঃ জুয়েল হাসান, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সহ-সভাপতি রোটাঃ সবুজ পোদ্দার, সেক্রেটারী আব্দুল্লাহ আলম মামুন (২০১৮-১৯), সেক্রেটারী (২০১৯-২০) রোটাঃ রহিমা বেগম, রোটাঃ ডাঃ রাশিদা আক্তার, রোটাঃ ডাঃ ইফতেখারুল আলম, রোটাঃ শাখাওয়াত হোসেন শাকিল, রোটাঃ ফারুক খান, রোটাঃ মাকসুদুর রহমান, রোটাঃ পারভেজ আলম প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি চাঁদপুরে রোটারী জেলা-৩২৮২ (বাংলাদেশ)-এর পিকনিক ও নদীভ্রমণ ‘মেঘনা বিলাস-২০১৯’ অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জেলার রোটাঃ ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেবেন। পিকনিক ও নদীভ্রমণ ‘মেঘনা বিলাস-২০১৯’ আয়োজন করছে চাঁদপুর ও চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব।