• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বাকিলা উবির অভিভাবক কমিটির নির্বাচন সম্পন্ন

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটি-২০১৯-এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রত্যক্ষ ভোটে ৮জন প্রার্থীর মধ্যে ৪জন নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা হলেন মোঃ হোসেন মোল্লা, মোঃ বেলায়েত হোসেন দুলাল, রবিউল আলম অরুণ ও শ্যামল কান্তি দাস। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
    বিদ্যালয়ের শ্রেণী কক্ষে তৈরি করা বুথে ভোটগ্রহণকালে স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিকেলে ভোট গণনা শেষে প্রার্থীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। নির্বাচন পরিদর্শন করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন রনি, পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রশিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী। দিনব্যাপী এ নির্বাচনে প্রত্যক্ষ সহযোগিতা করেন বিদ্যালযের প্রধান শিক্ষক মজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক অমর কৃঞ্চ শীলসহ অন্যরা।
    নির্বাচনে ৮৬২ ভোটের মধ্যে ৬৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বৈধ ভোট ৬৫১ ও বাতিল ৩৩ভোট। নির্বাচনে ৪২৮ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হন মোঃ হোসেন মোল্লা, ৩০২ ভোট দ্বিতীয় হন মোঃ বেলায়েত হোসেন দুলাল, ২৯২ ভোট পেয়ে তৃতীয় হন রবিউল আলম অরুণ এবং ২৮৬ ভোট পেয়ে শ্যামল কান্তি দাস চতুর্থ অভিভাবক সদস্য নির্বাচিত হন।