• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মনোমুগ্ধকর আয়োজনে বড় স্টেশন মোলহেডে বসন্ত উৎসব উদযাপিত

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে চাঁদপুর শহরের ত্রিনদীর মিলনস্থল মোলহেডে বসন্ত উৎসব উদ্যাপিত হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বসন্ত উৎসবের এ আয়োজনের সাথে এদিন আরো যোগ হয়েছিলো বিশ^ ভালোবাসা দিবসের আনন্দ। দুই আনন্দ মিলে পুরো উৎসবটি ছিলো মনোমুগ্ধকর। ১৪ ফেব্রুয়ারি বিকেলে প্রকৃতির এক মনোরম পরিবেশে আয়োজিত বসন্ত উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
    চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক ও কণ্ঠশিল্পী মৃনাল সরকারের উপস্থাপনায় এবং জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, ফাগুনের এই শুভক্ষণে বড় স্টেশন মোলহেডে আজ বসন্ত উৎসব উদ্যাপিত হচ্ছে। বসন্ত উৎসব ছাড়াও আজকে বিশ^ ভালোবাসা দিবস। বসন্তের রংয়ে সবার অন্তরে যেন বসন্তের ছোঁয়া লাগে। যেসব শিল্পী আজকে শিল্পকলা একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, তারাও আজ বসন্তের রংয়ে নিজেদের রাঙিয়েছে। এই বসন্ত উৎসব যেনো সকলের প্রাণে দোলা লাগে। তিনি আরো বলেন, ফাগুনের আগমনে ঋতুরাজ বসন্ত এসে আমাদের মাঝে ধরা দিয়েছে। গাছের পুরানো পাতা ঝরে পড়ে গাছে গাছে ফুল ফুটেছে, আর নতুন পল্লবে সেজেছে গাছ-গাছালি। সেভাবেই আমাদের সবার হৃদয় যেন সেজে ওঠে।
    অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন ও জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য অ্যাডঃ বদিউজ্জামান কিরণ। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত চক্রবর্তী, চাঁদপুর বিতর্ক একাডেমির অধ্যক্ষ ডাঃ পীযূষ কান্তি বড়–য়া, চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এএইচএম আহছান উল্লাহ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, চাঁদপুর সাংস্কৃৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব ইয়াহিয়া কিরণ, সাংবাদিক সাইফুল আজম, মানিক দাস, বিপ্লব সরকারসহ আরও অনেকে। উৎসব মঞ্চে নৃত্যাঙ্গনের পক্ষে গীতি সানন্দা অথৈর নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করে অংকিতা, অথৈ, তামান্না, রাত্রী, নিলীমা ও রুপন্তী। সংগীত পরিবেশন করে মৃনাল সরকার, তাছলিমা বর্না, পান্থ, সম্পা, প্রতœ পীযূষ বড়–য়া ও কুমিল্লা থেকে আগত অতিথি শিল্পী রবিউল ইসলাম। জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক সোমা দত্তের পরিচালনায় নৃত্য পরিবেশন করে আরিফ, কুহু, রিজভী, হৃদিতা, মুনতাহা, রাহিয়ান, সায়মা, শিরোপা, পূজা, শসী, তিথী প্রমুখ। বিকেল থেকে শুরু হওয়া এই বসন্ত উৎসবটি সন্ধ্যা পর্যন্ত হাজারও দর্শক উপভোগ করে।