শাহমাহমুদপুরে স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন


চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৫ ফেব্রুয়ারি শুক্রবার শাহমাহমুদপুর ইউনিয়নের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৮টায় ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ।
উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মোঃ নাজির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজান হাওলাদার সাজু, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ মিজান গাজী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ¦ মোস্তফা হাওলাদার, মহিলা ইউপি সদস্য বিলকিস বেগম, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন খোকা পাটওয়ারী, কেতুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হেলাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোবহান হাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।