রোটারী পিকনিক ‘মেঘনা বিলাস’
চাঁদপুর পৌরসভার মেয়র ও চেম্বার প্রেসিডেন্টের সাথে মতবিনিময়


চাঁদপুর পৌরসভার মেয়র ও চেম্বার প্রেসিডেন্টের সাথে রোটারী জেলা পিকনিক ‘মেঘনা বিলাস’-২০১৯-এর কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় চেম্বার ভবনে ও দুপুর দেড়টায় পৌর ভবনে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় রোটারী জেলা পিকনিক আয়োজনে চেম্বার ও চাঁদপুর পৌরসভাকে সম্পৃক্তকরণের নানা দিক তুলে ধরে তাঁদের সহযোগিতা কামনা করা হয়।
সকালে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিমের সভাপ্রধানে সভায় বক্তব্য রাখেন রোটারী জেলা পিকনিক মেঘনা বিলাস-২০১৯-এর চীফ কো-অর্ডিনেটর রোটাঃ পিপি কাজী শাহাদাত।
উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি (পিপি) রোটাঃ তমাল কুমার ঘোষ, রেজিস্ট্রেশন কমিটির চেয়ারম্যান রোটাঃ পিপি জামাল হোসেন, রোটাঃ পিপি শবেবরাত সরকার, রোটাঃ পিপি ইঞ্জিঃ আলমগীর হোসেন পাটওয়ারী, রোটাঃ পিপি মোস্তাক আহমেদ খান, রোটাঃ পিপি মফিজ উদ্দিন সরকার, রোটাঃ আইপিপি মানিক জমাদার, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ নূরুল আমিন খান আকাশ, সহ-সভাপতি রোটাঃ সবুজ পোদ্দার, চাঁদপুর রোটারী ক্লাবের সহ-সভাপতি রোটাঃ নাসির খান ও রোটাঃ শাহেদুল হক মোর্শেদ, ডিরেক্টর রোটাঃ মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সচিব (২০১৯-২০) রোটাঃ রহিমা বেগম, রোটাঃ রফিকুল ইসলাম প্রমুখ।
পরে চাঁদপুর পৌরসভার মেয়র ও চাঁদপুর রোটারী ক্লাবের সদস্য রোটাঃ নাসির উদ্দিন আহমেদের সাথে মতবিনিময় করেন রোটারী পিকনিক কমিটির নেতৃবৃন্দ।
এ সময় পিকনিকের চীফ কো-অর্ডিনেটর পিপি রোটাঃ কাজী শাহাদাত রোটারী পিকনিক আয়োজন ও সারা দেশে চাঁদপুরের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্যে নানা প্রস্তাব দেন। পৌর মেয়র পিকনিক আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রেশন কমিটির চেয়ারম্যান রোটাঃ পিপি জামাল হোসেন, রোটাঃ পিপি মফিজ সরকার, রোটাঃ আইপিপি মানিক জমাদার, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ নূরুল আমিন খান আকাশ, সচিব (২০১৯-২০) রোটাঃ রহিমা বেগম, চাঁদপুর রোটারী ক্লাবের সহ-সভাপতি রোটাঃ শাহেদুল হক মোর্শেদ, ডিরেক্টর রোটাঃ মাহবুবুর রহমান সুমন প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি চাঁদপুরে রোটারী জেলা-৩২৮২ (বাংলাদেশ)-এর পিকনিক ও নদী ভ্রমণ ‘মেঘনা বিলাস-২০১৯’ অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জেলার রোটারিয়ান, তাদের বন্ধু, অতিথি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেবেন। পিকনিক ও নদী ভ্রমণ ‘মেঘনা বিলাস-২০১৯’ আয়োজন করছে চাঁদপুর ও চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব।