চাঁদপুর সরকারি মহিলা কলেজে বসন্ত বরণ


গতকাল বুধবার ছিলো পহেলা ফাগুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। শীতের শেষে ঋতুচক্রের এ মাস বাঙালির জীবনে প্রকৃতির রূপ বদলে যায়। তাইতো চাঁদপুর সরকারি মহিলা কলেজে প্রতি বছরের ন্যায় এ বছরেও পহেলা ফাগুন উদ্যাপিত হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর কায়সার আহমেদ ও উপাধ্যক্ষ মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে শিক্ষকগণ শিক্ষার্থীদের সাথে বসন্ত উদ্যাপনে মেতে ওঠেন। চাঁদপুরে শুধুমাত্র সরকারি মহিলা কলেজেই ঋতুরাজ বসন্ত উদ্যাপন করা হয়।
চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কায়সার আহমেদ বলেন, শিক্ষার্থীদেরকে শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবে না। তাদেরকে বাঙালি কৃষ্টি-সংস্কৃতির সাথে সম্পৃক্ত রাখতে হবে। তাই বিগত বছরে ন্যায় এ বছরও চাঁদপুর সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের নিয়ে বসন্ত বরণ করা হচ্ছে।
এদিন সকাল থেকেই মহিলা কলেজের শিক্ষার্থীরা বসন্তের রঙে নিজেদেরকে রাঙিয়ে তুলতে বাহারি রঙের শাড়ি ও ফুলের মালা জড়িয়ে ক্যাম্পাসে চলে আসে। ক্যাম্পাসে দিনব্যাপী বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। বসন্ত উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, গান, নৃত্য এমনকি বসন্তের সাজে বাঙালি তরুণীদের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যায়ক ড. মোঃ রফিকুল ইসলাম, তাহমিনা ফেরদৌস, প্রভাষক মাসুমা তুন নূর, নাসরিন সুলতানা শারমিন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোতাসিম বিল্লাহ, আবজম খানম, প্রভাষক মোঃ জহিরুল ইসলাম, মোঃ সাইদুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, প্রভাষক নুরুননাহার, মোঃ গোলাম রিদওয়ান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সেলিনা আহমেদ, প্রভাষক মোঃ ফেরদাউস আমিন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক, প্রভাষক মোঃ ওমর ফারুক, সোহেল রানা, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফয়েজুর রহমান, প্রভাষক আল-আমিন, উৎপল চন্দ্র দাস, দর্শন বিভাগের প্রভাষক মোঃ ওমর ফারুক, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন, প্রভাষক জান্নাতুল ফেরদৌস, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জীবন কানাই সাহা, প্রভাষক মোহাম্মদ ওমর ফারুক, রসায়নবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আফসার আলী শিকদার, মোঃ ইলিয়াছ হোসেন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম মোহাম্মদ রিয়াজউদ্দিন, প্রভাষক মোঃ মাহফুজুর রহমান, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইকবাল হোসেন খান, প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক সঞ্জয় কুমার সাহা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান মিয়া, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক পেয়ার আহমেদ প্রমুখ।