• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বিপণীবাগ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বিষাক্ত জেলিমিশ্রিত দুই মণ চিংড়ি জব্দ ॥ জেল-জরিমানা

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর শহরের বিপণীবাগ বাজার থেকে মানবদেহের জন্যে ক্ষতিকর বিষাক্ত জেলিমিশ্রিত অবস্থায় আনুমানিক ২ মণ চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ মাছ জব্দ করা হয়। এ ঘটনায় মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদ- ও ২ দিনের কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
    পরে জব্দকৃত চিংড়ি মাটিতে পুঁতে ফেলা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরে আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পালসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ।