• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

তিনদিনের সফরে চাঁদপুর আসছেন নূরুল আমিন রুহুল এমপি

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আগামীকাল বৃহস্পতিবার বিকেলে তিনদিনের সফরে চাঁদপুরে আসছেন অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি।
    ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত্রে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত শাহপুর গ্রামে জৈনপুর (ভারত) হুজুরের মাহফিলে অংশগ্রহণ করে রাতে মতলব উত্তর উপজেলার নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। পরেরদিন শুক্রবার মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার দলীয় নেতা-কর্মী ও জনগণের  সাথে  মতবিনিময় এবং গণসংযোগ করে নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। তৃতীয় দিন ১৬ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় নাউরী আদর্শ ডিগ্রি কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। রাতে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের জৈনপুর (ভারত) হুজুরের মাহফিলে অংশগ্রহণ করে রাতে মতলব দক্ষিণ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।