শতাধিক খতমে কোরআনের মাধ্যমে পীর ছালেহ (রহঃ)-এর ইছালে ছওয়াব মাহফিল


মুজাদ্দিদে যামান, কুতবুল আলম আমীরে হিযবুল্লাহ, ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব মাওলানা শাহ্ সূফী আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহঃ)-এর ২৯তম মৃত্যুবার্ষিকীতে ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ ফেব্রুয়ারি বুধবার বাদ আছর চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড মুন্সি বাড়ি রেলগেইট খানকায়ে ছালেহিয়া মোহেব্বিয়া কমপ্লেক্সে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
জমইয়াতে হিযবুল্লাহর চাঁদপুর শহর শাখার উদ্যোগে শতাধিক খতমে কোরআন, পীর ছালেহ (রহঃ)-এর জীবনী, আলোচনা, হামদ-নাত ও ইসলামী গজল পরিবেশন, মিলাদ-কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করেন সংগঠনের শহর শাখার সভাপতি ও চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসার মুদীর আলহাজ্জ্ব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার।
বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক মাওঃ মোঃ আল-আমিন, আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মুফতি মোঃ জিয়াউদ্দিন খন্দকার, আনোয়ারা মতিউর মহিলা মাদ্রাসার পরিচালক মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী, জেলা যুব হিযবুল্লাহর সাবেক সভাপতি মুফতি এসএম জাকির, জেলা ছাত্র হিযবুল্লাহর সাবেক সভাপতি মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।
চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসার শিক্ষক মাওঃ মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় মিলাদ-কিয়াম পরিচালনা করেন ডব্লিউ রহমান জামে মসজিদের খতিব মাওঃ মোঃ জসিম উদ্দিন খন্দকার। উপস্থিত ছিলেন দাসাদী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ আব্দুস সাত্তার, জেলা কাজী সমিতির নেতা মাওঃ আব্দুল মতিন, আলহাজ্ব মোঃ তবিউল্লাহ খলিফা, দক্ষিণ তরপুরচ-ী বাইতুল আমিন জামে মসজিদের খতিব মাওঃ আব্দুল হান্নান নিজামী, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।