হাইমচর আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
শিক্ষার্থীরা আলোকিত হলে হাইমচর পিছিয়ে থাকবে না : নূর হোসেন পাটওয়ারী


হাইমচর উপজেলার শিশুশিক্ষা নিকেতন হাইমচর আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। এ সময় তিনি বলেন, বিদ্যালয়ের পরিবেশ সুন্দর হলে শিক্ষার্থীরা তা থেকে আরো শিক্ষা অর্জন করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের সাথেই মিল রেখে শিক্ষার্থীরা জ্ঞানলাভ করে। এ বিদ্যালয়ের পরিবেশ সত্যিই প্রশংসনীয়। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আজকে আপনাদের সন্তানদেরকে এ প্রতিষ্ঠানে পাঠিয়েছেন সুশিক্ষা অর্জনের জন্যে। ছেলে-মেয়েদের জন্যে আপনাদের অনেক পরিশ্রম করতে হয়। এ বিদ্যালয় থেকে আন্তরিকভাবে শিক্ষা প্রদান হচ্ছে। তার পাশাপাশি আপনাদেরও আরো আন্তরিক হতে হবে। বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতেও সন্তানকে শিক্ষা প্রদান করতে হবে। তাহলেই আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। আপনাদের সন্তান যদি আলোকিত হয়, সুসন্তান হয়, দেশের কল্যাণে যদি কাজ করতে পারে আমাদের হাইমচর পিছিয়ে থাকবে না। এ হাইমচরকে আধুনিক হাইমচর হিসেবে গড়ে তোলার জন্যে আপনাদের সন্তানরা আগামী দিনে নেতৃত্ব দিতে পারবে।
বুধবার সকাল ৯টায় অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাফেজ মোক্তারের সভাপ্রধানে ও প্রতিষ্ঠাতা পরিচালক তাজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মহসিন, উপজেলা শিক্ষা অফিসার জুলেখা সারমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ বাশার ও সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ করিম। উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ খুরশিদ আলমসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।