শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩১তম আবির্ভাব বর্ষস্মরণ মহোৎসব


প্রতি বছরের ন্যায় আজ চাঁদপুরে শুরু হচ্ছে দু দিনব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩১তম আবির্ভাব বর্ষস্মরণ মহোৎসব। ২ ও ৩ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার এ দুদিন চাঁদপুর শহরের পুরাণবাজার নিতাইগঞ্জে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জেলা সৎসঙ্গ মন্দিরে এ মহোৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচি : ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টায় গঙ্গা আহবান, সন্ধ্যায় শুভ অধিবাস ও সমবেত বিনতি প্রার্থনা ও সদ্গ্রন্থাদি পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় সৎসঙ্গ শিল্পীবৃন্দ। সন্ধ্যা ৭টায় ধর্মসভা ও রাত ৮টায় শ্রীমদ্ভাগবত পাঠ করবেন কেন্দ্রীয় আশ্রম থেকে আগত পীযূষ কান্তি ঘোষ। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ।
১৫ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৭টা ২২ মিনিটে ঠাকুরের শুভ আবির্ভাবলগ্নের স্মৃতিচারণ, সমবেত বিনতি প্রার্থনা, সদ্গ্রন্থাদি পাঠ ও অর্ঘ্যাঞ্জলি নিবেদন। সকাল ১০টায় সদ্দীক্ষাদান, সাড়ে ১০টায় শ্রীবিগ্রহ পূজা, সকাল ১১টায় সাংস্কৃতিক প্রতিযোগিতা। দুপুর দেড়টায় আনন্দবাজারের মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় প্রার্থনা ও ধর্মসভা। জেলা সৎসঙ্গ মন্দিরের সহ-সভাপতি দ্বিজেন্দ্র সিংহ রায়ের সভাপ্রধানে ধর্মসভায় উদ্বোধনী বক্তব্য রাখবেন সাবেক সাধারণ সম্পাদক বাবুল দত্ত, প্রধান ও বিশেষ বক্তার বক্তব্য রাখবেন পীযূষ কান্তি ঘোষ, রমেশ চন্দ্র বিশ^াস, শুভ্রা ভৌমিক। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্দির কমিটির সহ-সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সাহা। রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঠাকুরের ভাবধারায় নীলাকীর্তন। পরিবেশন করবেন অজিত চন্দ্র বিশ^াস নরসিংদী সৎসঙ্গ জাগরণ কমিটি।
অনুষ্ঠানে ভক্তবৃন্দকে অংশগ্রহণ কামনা করেছেন শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ চাঁদপুর জেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র সাহা সাধারণ সম্পাদক রতন কান্তি দাশ ও সৎসঙ্গ মন্দির নির্মাণ ও প্রতিষ্ঠাতা কমিটির আহ্বায়ক সন্তোষ কুমার সাহা।