• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে একুশে বইমেলার প্রস্তুতি সভা

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পাঁচ দিনব্যাপী হাজীগঞ্জে আয়োজিত একুশে বই মেলার প্রস্তুতি সভা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে তৃতীয়বারের মতো এবারের বইমেলা অনুষ্ঠিত হবে। হাজীগঞ্জ পশ্চিমবাজারে অনুষ্ঠিতব্য বইমেলা সফল করতে ইতিমধ্যে ১৭ সদস্যের মেলা উদ্যাপন কমিটি ও উপ-কমিটি গঠন করেছে। ২১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি প্রতিদিন বেলা আড়াইটা থেকে রাত ৯টা পর্যন্ত স্টল খোলা থাকবে। পাশাপাশি মেলা সংলগ্ন সাংস্কৃতিক মঞ্চে হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে।
    হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ গাউছিয়া হাইওয়ে হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে প্রস্তুতি সভায় হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মাহবুবুল আলম চুন্নু বলেন, একটি সমাজ পরিবর্তনে সংস্কৃতি ও সাহিত্যের বিশেষ অবদান রাখতে পারে। সত্য সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের পথচলা। হাজীগঞ্জ উপজেলার শিক্ষক, সাংবাদিক ও সাহিত্য বিকাশে গুণী ব্যক্তিদের নিয়ে গঠিত এ সংগঠন। এবারের একুশে বইমেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক হিসেবে হাসানুজ্জামান হাসান ও সদস্য সচিব সাংবাদিক মনিরুজ্জামান বাবলু।
    মেলায় একজন আদর্শ মা, একজন আদর্শ শিক্ষক, সেরা সাংবাদিক, সেরা কণ্ঠ শিল্পী, সেরা নৃত্য শিল্পী মনোনীত করে সম্মাননা স্মারক দেয়া হবে। প্রতিবছরের মতো এবারে একুশে বইমেলার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে হাজীগঞ্জ সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ বলে জানান মেলা সংশ্লিষ্টজনেরা।
    সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনসহ সংগঠানের নেতৃবৃন্দ।
    উল্লেখ্য ২০০৫ সাল থেকে প্রতিষ্ঠিত হাজীগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে হাজীগঞ্জে বৈশাখী উৎসব, একুশে বইমেলা ও হাজীগঞ্জ হানাদারমুক্ত দিবসসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।