• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

গুয়াখোলা সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার

শিক্ষার্থীদের দেশপ্রেম ও সঠিক ইতিহাস শেখাতে হবে : পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার গতকাল ১৩ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মেধা ও ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ¦ নাছির উদ্দিন আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। তাদেরকে সঠিক ইতিহাস শিখাতে হবে। অতীতে মিথ্যার ইতিহাস শিক্ষার্থীদের শেখানো হয়েছিলো। আমরা মিথ্যার উপর দাঁড়াতে চাই না। বঙ্গবন্ধু চেয়েছিলেন পৃথিবীতে উন্নত জাতি হিসেবে বাঙালিদের প্রতিষ্ঠিত করতে। দেরিতে হলেও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
    বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ¦ এমএ বারী খানের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মানছুর আহমেদ, ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ ছাদেক হোসেন, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা আক্তার।
   

সর্বাধিক পঠিত