• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলবে বোয়ালজুড়ি খাল খনন ও সেচ সরবরাহের দাবিতে কৃষকদের মানববন্ধন

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ উপজেলার বোয়ালজুড়ি খাল খনন ও পানি সরবরাহের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকরা। ১২ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলার চারটভাঙ্গা, কালিকাপুর ও দৌলতপুরের শত শত কৃষকের অংশগ্রহণে বোয়ালজুড়ি খালের পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় খাল খনন ও বোরো ধান রোপণের জন্য পানি সরবরাহের দাবিও জানান কৃষকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক কবির হোসেন, আবুল কাশেম, মহসিন হোসেন, আক্তারুজ্জামান মজুমদার প্রমুখ।
    বক্তারা বলেন, ঐতিহ্যবাহী রোয়ালজুড়ি খালের বিশাল অংশ চর পড়ে ভরাট হওয়া এবং বর্ষা মৌসুম শেষে খালটি শুকিয়ে বোরো মৌসুমে পানি প্রবেশ করতে না পারায় এ পানি সংকটের সৃষ্টি হয়েছে। এতে বোরো ধান রোপণে কৃষকরা পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। চলতি মৌসুমে ধান ঘরে তুলতে না পারলে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহে চরম হতাশার কথাও জানান কৃষকরা। তারা আরও জানান, দীর্ঘদিন বোয়ালজুড়ি খাল খনন না হওয়ায় বর্তমানে খালটি শুকিয়ে মরুভূমিতে রূপ নিয়েছে। খালে পানি না থাকায় প্রায় ২ হাজার হেক্টর জমিতে বোরো ধান রোপণ করা যাচ্ছে না। তাই দ্রুত খাল খনন করে বোরো ধান চাষের বিদ্যমান সমস্যা সমাধান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান ভুক্তভোগী কৃষকরা।