মদনা দরবার শরীফের ৭৫তম ইছালে ছাওয়াব মাহফিল
ঈমানী শক্তির উজ্জ্বল শিখা জাগিয়েছিলেন আউলিয়ায়ে কেরাম : পীর ছাহেব মাওঃ মাহবুবুর রহমান


চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়নের মদনা দরবার শরীফের ৭৫তম ইছালে ছাওয়াব মাহফিল সোমবার রাতে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মদনা দরবার শরীফের পীরে কামেল আলহাজ্ব মাওঃ মোখতার আহমদ (রহঃ)-এর ৯তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
ভক্ত-মুরিদানের উদ্দেশ্যে আখেরী মোনাজাতের পূর্বে পীর ছাহেব আলহাজ¦ মাওঃ মোঃ মাহবুবুর রহমান বলেন, এ দেশে তাওহিদী চেতনা ও ঈমানী শক্তির উজ্জ্বল শিখা জাগিয়েছিলেন আউলিয়ায়ে কেরাম। তাঁরাই এ দেশের বিভিন্ন এলাকায় ইসলামের আধ্যাত্মিক ও সামাজিক বিপ্লবের ধারাকে বেগবান করেন। তিনি আরো বলেন, আজ বাংলার মুসলমানদের অবস্থা করুণ। মুসলমানরা ধর্মীয় জ্ঞানের অভাবে নিজস্ব সংস্কৃতি থেকে পিছিয়ে পড়েছে। যুবকরা বিধর্মীদের আচার-আচরণে আকৃষ্ট হয়েছে। অথচ আমাদের সংস্কৃতি পালনে রয়েছে অসংখ্য ছাওয়াব। যুবকরা মসজিদে যায়, সেখানে টুপি পরিধান করতে লজ্জা পায়। মেয়েরা বোরকা পরতে লজ্জাবোধ করে। অথচ ইসলামের কিছু অংশ মানলাম আর কিছু মানলাম না, তাকে খাঁটি মুসলমান বলা যায় না। খাঁটি মুসলমান হতে হলে নেককার লোকের ছোহবতে আসতে হবে।
পীর ছাহেব আরো বলেন, এ দেশ আউলিয়ায়ে কেরামের দেশ। তাঁদের চিন্তাধারা ছিলো রাসূলে আকরাম (সাঃ)-এর আদর্শ কায়েম করা সমাজের মানুষকে মুত্তাকী পরহেজগার রূপে গড়ে তোলা। আজকের সমাজে চলছে সন্ত্রাস, নৈরাজ্য, রাহাজানি, চাঁদাবাজি, খুন-খারাবি ও দিকে দিকে পাশ্চাত্য সংস্কৃতির ব্যাপক সয়লাব। এমন ক্রান্তিলগ্নে মুসলিম তরুণ সমাজকে পীর মাশায়েখের ছোহবতে আসার আহ্বান জানান তিনি।
মাহফিলে বক্তব্য রাখেন জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার, হাফেজ মাওঃ মোখলেছুর রহমান বাঙালী কুষ্টিয়া, মাওঃ আবু ইউসুফ, গ-ামারা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ¦ মাওঃ মোঃ আমীর হোসাইন, মদনা দরবারের ছাহেবজাদা মাওঃ কাওছার আহমদ, চান্দ্রাবাজার নূরীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ এটিএম মোস্তফা হামেদী, গল্লাক আলিম মাদ্রাসার শিক্ষক মুফতি শেখ মোঃ জাকির হোসাইন, মাওঃ মোঃ মোসলেহ উদ্দিন, চির্কা দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসার মোহতামিম মাওঃ মাসুদুর রহমান, মদনা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মাওঃ মোঃ তাজুল ইসলাম, মদনা ছালেহিয়া মোখতার আহমদ দীনিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওঃ রুহুল আমিন, হাফেজ মাওঃ মিজানুর রহমান, আলহাজ¦ মাওঃ হাফেজ মোঃ নজরুল ইসলাম, হাফেজ মাওঃ আল-আমিন, হাফেজ মাওঃ আঃ ছোবহান, মাওঃ আবু বকর, মাওঃ আবু ইউসুফ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হাফেজ মোঃ ছিদ্দিকুর রহমান। উপস্থিত ছিলেন চান্দ্রা ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ, মাওঃ ফরহাদ আলম, মোঃ হাবিবুর রহমানসহ দরবারের আলেম ওলামা, পীর ভাই মোহেব্বিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করেন পীর ছাহেব। পরে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।