হাইমচরে ‘ই-কমার্স মার্কেটিং ডেভলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম ফর উইমেন’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ও কিং আইটি লিঃ-এর সহযোগিতায় ১৫ দিনব্যাপী ‘ই-কমার্স মার্কেটিং ডেভলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম ফর উইমেন’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনকালে প্রধান অতিথি হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোতালেব জমাদার বলেছেন, লেখাপড়া করে শুধু জ্ঞান অর্জন করা যায়। কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা যায়। নারীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে বাংলাদেশকে সোনার বাংলা করা সম্ভব। নারী শিক্ষার্থীরা এ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশের উন্নয়নে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
১১ ফেব্রুয়ারি সকাল ১০টায় হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে বিদ্যালয়ের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লার সভাপ্রধানে ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর সালমান ফারাবির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ মুখলেছুর রহমান মুকুল। প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। হাইমচর উপজেলার ই-কমার্স মার্কেটিং ডেভলপমেন্টে ৮টি ব্যাচে ট্রেনিং অনুষ্ঠিত হবে। প্রত্যেক ব্যাচে ২৫ জন নারী শিক্ষার্থী অংশ নিবে।