আনন্দঘন পরিবেশে চাঁদপুরে সরস্বতি পূজার শোভাযাত্রা


হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব বিদ্যা অর্চনায় দেবী সরস্বতীর পূজা গত ১০ ফেব্রুয়ারি রোববার আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর শহরে অনুষ্ঠিত সরস্বতী পূজার ২৫টি সংঘ তাদের প্রতিমা নিয়ে সমবেত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী ও সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুশীল কুমার সাহা, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি গোপাল সাহা, সাধারণ সম্পাদক অরূপ কুমার শ্যাম, মুক্তিযোদ্ধা অজিত সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রণজিত রায় চৌধুরী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য তমাল কুমার ভৌমিক, দেবেশ চন্দ্র সাহা দেবু, মতলব দক্ষিণ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষসহ শীর্ষ পর্যায়ের নেতা-কর্মী।
চাঁদপুর শহরের কালীবাড়ি মন্দির, প্রতাপসাহা রোড মায়ের আশীর্বাদ সংঘ, মাতৃ আরাধনা, পালপাড়া দুর্গা মন্দির সংঘ, কোড়ালিয়া রোড সাহাবাড়ি প্রভাতী সংঘ, রেলওয়ে হরিজন সংঘ, গাঙ্গুলীপাড়া মাতৃপূজারী সংঘ, স্বর্ণখোলা রোড সূর্যমুখী যুবসংঘ, পুরাণবাজার ঘোষপাড়া ত্রিনয়নী সংঘ, গুয়াখোলা প-িতপাড়া নবমালঞ্চ সংঘ, কদমতলা উত্তরণ সংঘসহ প্রায় ২৫টির মতো সংঘ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এসব সংঘের শিশু-কিশোরসহ নানা বয়সীরা ব্যান্ডপার্টি, ইকো-সাউন্ড সিস্টেমের গানের সাথে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করে। নতুনবাজার এলাকার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে প্রতিমাগুলো স্ব স্ব ম-পে ফিরে যায়। রাত ৮টার পর বিভিন্ন ম-পে শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।