কোড়ালিয়ায় ম্যাটারনিটি কিন্ডারগার্টেনের শুভ উদ্বোধন
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩১
নিজস্ব প্রতিবেদক


চাঁদপুর শহরের কোড়ালিয়া ভূঁইয়া মার্কেট এলাকার ম্যাটারনিটি কিন্ডারগার্টেনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে স্কুল প্রাঙ্গণে মিলাদ, দোয়া ও শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে বিদ্যালয়ের শুভ সূচনা করা হয়। মিলদ পরিচালনা করেন নিশি বিল্ডিং জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আশেকে এলাহী।
উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, হারুনুর রশিদ পাটওয়ারী, নূরে আলম রাজন ভূঁইয়া, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান হাওলাদার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন জুয়েল। অনুষ্ঠান পরিচালনা করেন ম্যাটারনিটি কিন্ডারগার্টেনের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ হারুন অর রশিদ।