• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রহিম খানের চাঁদপুর চেম্বার কার্যালয় পরিদর্শন

প্রকাশ:  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কার্যালয় পরিদর্শন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব চাঁদপুরের কৃতী সন্তান মোঃ আবদুর রহিম খান। ১১ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টায় তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এ পরিদর্শনে আসেন এবং চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় যুগ্ম সচিব মোঃ আবদুর রহিম খানকে চেম্বারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ।
উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক আমিনুর রহমান বাবুল, ফিরোজ আহমেদ সুমন, গোপাল চন্দ্র সাহা, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চেম্বারের সচিব আব্দুল মোতালেব শেখ টুটুল প্রমুখ। চেম্বার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আবদুর রহিম খান চেম্বার নেতৃবৃন্দকে যে কোনো কাজে সর্বপ্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।