বিপিএম (সেবা) পদক পাওয়ায় পুলিশ সুপারকে চাঁদপুর চেম্বার নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা


‘পুলিশ সপ্তাহ’ উপলক্ষে ২০১৮ সালে পুলিশ বাহিনীর অসীম সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) গ্রহণ করায় চাঁদপুরের পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম, বিপিএমকে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ১১ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টার পুলিশ সুপার কার্যালয়ে তাঁকে এ ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানান চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিমের নেতৃত্বে চেম্বার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বারের সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে চাঁদপুরের পুলিশ সুপার মোঃ জিহাদুল কবিরসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের এ বিপিএম (সেবা) পদক আনুষ্ঠানিকভাবে পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।