• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সরকারি কলেজে সরস্বতী পূজা পরিদর্শনে প্রশাসন ও জনপ্রতিনিধি

প্রকাশ:  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব বিদ্যা অর্চনায় দেবী সরস্বতীর পূজা গতকাল ১০ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হয়েছে। বিগত বছরের ন্যায় এ বছরও চাঁদপুর সরকারি কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববন্ধনের মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সরকারি কলেজের বাস্কেট বল প্যাভিলিয়নে বড় আকারে প্যান্ডেল তৈরি করে এ বছরও সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। সরস্বতী পূজা উদ্যাপনের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় প্রফেসর উমেষ চন্দ্র লোধকে। বেলা ১২টায় পূজা ম-প পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুরে কর্মরত এনএসআই ডিডি এবিএম ফারুক, প্রফেসর রঞ্জিত কুমার বণিক, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি শরীফ চৌধুরী প্রমুখ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, বাংলাদেশ সম্প্রীতি বন্ধনের দেশ। বর্তমান সরকার সকল ধর্মের উৎসবে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছে। এজন্যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আজকে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা শিক্ষকদের সহায়তা নিয়ে বিদ্যা অর্চনায় সরস্বতী পূজা করছে। এটিও শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়েছে। এই বন্ধন যেন যুগ যুগ ধরে অটুট থাকে। তিনি আরও বলেন, আমরা ছোটবেলায় দেখেছি ঈদের সময় হিন্দু সম্প্রদায়ের বন্ধুরা আমাদের সাথে আনন্দ করত। আমরাও হিন্দু বন্ধুদের পূজা অর্চনায় গিয়ে আনন্দ করতাম। এতে করে উভয়ের মধ্যেই ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হতো। আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, চাঁদপুর সরকারি কলেজের পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক উমেষ চন্দ্র লোধ, অবসরপ্রাপ্ত শিক্ষক নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী।
কলেজের প্রভাষক রূপক রায়ের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন।